মিশরের এক মসজিদে আজ নামাজরত মানুষের ওপর সন্ত্রাসী হামলায় নিহত ও আহত হবার ঘটনায় যুক্তরাষ্ট্র তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালযের মুখপাত্র এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। ঐ বিবৃতিতে নামাজরত মানুষের ওপর সন্ত্রাসী ঐ হামলাকে শয়তানের বিবেকহীন কর্মকান্ড বলে অভিহিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্র হতাহতের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
বিবৃতিতে জানানো হয়েছে, মিশর এবং মিশরের মানুষ যখন সন্ত্রাসবাদের মোকাবেলা করছে, তখন ঐ দেশ এবং দেশের মানুষের পাশে যুক্তরাষ্ট্র অব্যাহত ভাবে থাকবে।