বছর শেষে Gallup এর এক সমীক্ষায় দেখা গেছে, আমেরিকানদের কাছে পুরুষদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং নারীদের মধ্যে সম্ভাব্য ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারী ক্লিন্টন সবচেয়ে বেশী প্রশংসিত।
সমীক্ষা অনুযায়ী সবচেয়ে বেশী প্রশংসিত ব্যক্তিত্ব হিসাবে ১৭ শতাংশ আমেরিকান ওবামাকে এবং ১৩ শতাংশ হিলারীকে পছন্দ করেন।
হিলারী ক্লিন্টন এর আগেও ২০বার এই তালিকার শীর্ষে ছিলেন।
পুরুষদের মধ্যে শীর্ষ তিনজনের অপর দুইজন হচ্ছেন পোপ ফ্রান্সিস এবং সম্ভাব্য রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্প। তাঁরা দু’জনেই পাঁচ শতাংশ সমর্থন পেয়েছেন।
অপরদিকে, নারীদের মধ্যে হিলারী ক্লিন্টনের পরে রয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানী সমাজকর্মী মালালা ইউসুফজাই এবং মিডিয়া ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে। তারা দু’জনে যথাক্রমে পাঁচ ও চার শতাংশ মানুষের সমর্থন পেয়েছেন।