বিশেষ কৌঁসুলি রবাট মুলার গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে এই অভিযোগ থেকে অব্যাহতি দিতে অস্বীকৃতি জানানোর পর যে তিনি রাশিয়া সম্পর্কিত তদন্ত প্রতিহত করার চেষ্টা করে বিচারে বাধা সৃষ্টি করেছিলেন, বিরোধী ডেমক্র্যাটরা এখন ট্রাম্প সম্পর্কে আরো তদন্ত এবং তাঁর সম্ভাব্য অভিশংসনের আহ্বানকে জোরালো করছেন।
প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান ডেমক্র্যাট জেরল্ড ন্যাডলার বলেছেন, আমরা প্রেসিডেন্টের জবাবদিহিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এই কমিটি থেকেই অভিশসংসনের প্রক্রিয়া শুরু হয়। তিনি বলেন, “অভিশংসনের ব্যাপারে সব ধরণের বিকল্প খোলা আছে"।
এদিকে প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সি পেলসি অভিশংসন শুনানি শুরু করার পরিবর্তে ট্রাম্পের ব্যাপারে কংগ্রেসের আরো তদন্ত করার উপর জোর দিচ্ছেন। বিশেষ করে তাঁর প্রশাসন এবং মুলারের ২২ মাসব্যাপী তদন্ত বিনষ্ট করার প্রচেষ্টা সম্পর্কে তদন্ত করার কথা বলছেন।
তবে মুলার এ কথা বলার পর আমরা যদি এ ব্যাপারে নিশ্চিত হতাম যে প্রেসিডেন্ট স্পষ্টত কোন অপরাধ করেননি তা হলে আমরা সেটা বলতাম”, পেলসি এক বিবৃতিতে বলেন যে প্রেসিডেন্টের তরফ থেকে ক্ষমতার অপব্যবহার সম্পর্কে তাঁর জবাবদিহিতা এবং তদন্তের জন্য কংগ্রেসর পবিত্র সাংবিধানিক দায়িত্ব রয়েছে।