অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: কক্সবাজারে ট্রাম্প প্রশাসনের নিরাপত্তা বিষয়ক কর্মকর্তার মন্তব্য


বাংলাদেশে সফররত ট্রাম্প প্রশাসনের নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ কর্মকর্তা লিসা কার্টিস কক্সবাজারে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, মিয়ানমারকে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে নিতে হবে। তাঁর মতে, রোহিঙ্গারা যে অবর্ণনীয় দুঃখ-দুর্দশার মধ্যে দিনাতিপাত করছে তার অবসান জরুরি। এ জন্য মিয়ানমার সরকারকে কালবিলম্ব না করে এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, তামাম দুনিয়া এটা দেখছে।

লিসা কার্টিস এই মুহূর্তে তিন দিনের এক সফরে বাংলাদেশে রয়েছেন। আগামীকাল তার ঢাকা ত্যাগের কথা রয়েছে।

শনিবার তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সরজমিনে পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সরকার যে ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাতে তারা বাহবা পেতেই পারে। কারণ বিশ্বে এটা এক নজিরবিহীন ঘটনা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার শুরু থেকেই বাংলাদেশের পাশে রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে লিসা কার্টিসের সাক্ষাতের কথা ছিল শনিবার সন্ধ্যায়। শেষ পর্যন্ত সাক্ষাৎ হয়নি। আগামীকাল হবে কিনা তা এখন পর্যন্ত অনিশ্চিত। পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি। একজন কর্মকর্তা অবশ্য বলেন, "আমরা চেষ্টা অব্যাহত রেখেছি"।

please wait

No media source currently available

0:00 0:01:17 0:00

XS
SM
MD
LG