অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্পের সবশেষ ভ্রমন নিষেধাজ্ঞার পক্ষে রায় দিয়েছে সুপ্রীম কোর্ট


যুক্তরাষ্ট্রের সুপ্রীম কোর্ট গতকাল সোমবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সর্ব সাম্প্রতিক ভ্রমন নিষেধাজ্ঞা বলবত রাখার পক্ষেই রায়ে সিদ্ধান্ত নিয়েছে। এই পর্যায়ে এটা ট্রাম্পের বিজয় সূচিত করলেও, বিষয়টির আইনী লড়াই কিন্তু নিম্নতর আদালতের এজলাশগুলোয় অব্যাহতই রইলো।

সুপ্রীম কোর্টের সাত বিচারপতি প্রশাসনের পক্ষে রায় দিয়েছেন। বিপক্ষে রায় পড়েছে দু’ই বিচারপতি রুথ বেডার গিন্সবার্গ এবং সোনিয়া সোটোমাইয়োরের। এঁরা দু’জনই আংশিক থিতাবস্থার রায়ে নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে বলেছেন।

এই নিষেধাজ্ঞার আওতায় প্রধানত: আটটি দেশ থেকে আগতদের ওপর নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। দেশগুলো হচ্ছে চাদ, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সিরিয়া, ভিনেযুয়েলা এবং ইয়েমেন।

সুপ্রীম কোর্ট তাঁদের রায়ের সিদ্ধান্ত সম্পর্কে কোন কারণ ব্যাখ্যা করেনি। ম্যারীল্যান্ড ও হাওয়াই রাজ্যের নিম্নতর আদালতের বিচারকেরা এ ভ্রমন নিষেধাজ্ঞা বলবত আটকানোর পক্ষাবলম্বনে রায় দেন।

XS
SM
MD
LG