অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে


যুক্তরাষ্ট্র আজ ইরানের তেল শিল্প এবং অর্থনৈতিক সেক্টরের ওপর নতুন দফায় বিধিনিষেধ আরোপ করেছে- সেই যে পারমানবিক কর্মসূচী সীমিত করার বিনিময়ে ইরান রেয়াত পেয়েছিল আন্তর্জাতিক রফার আওতাধীনে– যে রেয়াত ফিরিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প সেই তারই সূত্র ধরে।

পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং অর্থমন্ত্রী স্টীভেন ম্যানুশেন – আজকেই সাংবাদিক অবহিতকরণ সমাবেশে এ বিধিনিষেধের খূঁটিনাটি তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। এ নিষেধাজ্ঞার আওতায়, ইরানের তেল বিক্রির ওপরকার বিধিনিষেধ আবার নতুন করে চাপানো হচ্ছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন –এ ব্যাপারে আটটি পক্ষকে স্বল্প মেয়াদের জন্যে ছাড় দেবার বন্দোবস্ত রাখা হচ্ছে যাতে তেল আমদানী পুরোপুরিভাবে বন্ধ করবার আগে ঐ পক্ষগুলো বর্তমান বন্দবস্ত সব গুটিয়ে নেবার সময় পেতে পারে। ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানী টেলিভিশনে প্রচারিত ভাষনে বলেছেন– ইরান যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ মানবে না– ওসব ভঙ্গ করেই তেল বিক্রি তারা চালিয়েই যাবে।

XS
SM
MD
LG