অ্যাকসেসিবিলিটি লিংক

হোয়াইট হাউসের ইফতারে বাংলাদেশের রাষ্ট্রদূত


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো হোয়াইট হাউসে ইফতারের আয়োজন করেছিলেন।

ঐ ইফতারে প্রায় ৫০ জন অতিথি উপস্থিত হন। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একই টেবিলে অন্যান্যের মধ্যে বসেছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত জর্ডানের রাষ্ট্রদূত দিনা কাওয়ার ও বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। এছাড়া সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, তিউনিসিয়া ও ইরাকের রাষ্ট্রদূত ঐ ইফতারে উপস্থিত ছিলেন।

ট্রাম্প প্রশাসন থেকে ইফতারে যোগদানকারীদের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও ট্রাম্পের জামাতা জারেড কুশনার সহ আরো অনেকে।

প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়ে বলেন, “ঐক্যবদ্ধভাবে কাজ করলেই কেবল আমরা সবার জন্য নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ অর্জন করতে পারবো”।

XS
SM
MD
LG