অ্যাকসেসিবিলিটি লিংক

চীনে জোরপূর্বক শ্রমে প্রস্তূত কতিপয় সামগ্রীর আমদানির ওপর নিষেধাজ্ঞা 


যুক্তরাষ্ট্র সরকার, বুধবার জানায়, তারা শ্রম শিবিরে আটক, উইঘুরস মুসলমান জনগোষ্ঠীর জোরপূর্বক শ্রমে প্রস্তূত কটন, পোশাক ও টমেটো ভিত্তিক খাদ্য সামগ্রীর আমদানি বন্ধ করতে যাচ্ছে I

চীনের শিনজিয়াং প্রদেশ থেকে কটন সামগ্রী সারা বিশ্বে রপ্তানি করা হয়, যার গোটাটাই প্রস্তূত করা হয় সংখ্যালঘু ইউঘুরস মুসলমান এবং অন্যান্য জাতিগোষ্ঠী সংখ্যালঘু সম্প্রদায়ের শ্রমে I এসব সামগ্রীর ওপর নিষেধাজ্ঞা শুধু চীনকেই ক্ষতিগ্রস্ত করবে না, বিশ্ব বাণিজ্যে তা বিরূপ প্রভাব ফেলবে বলে সমীক্ষকদের ধারণা I

যুক্তরাষ্টের কাস্টমস এন্ড বর্ডার কন্ট্রোল জানায়, গত বছর চীন যুক্তরাষ্ট্রের কাছে ৯০০ কোটি ডলার সমমূল্যের কটন দ্রব্যাদি রপ্তানি করেছে I

XS
SM
MD
LG