বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরুর পর সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার ঢাকায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ উদ্বেগের কথা জানিয়ে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের সহিংসতা কাম্য নয়। তিনি বলেন, তাঁর দেশ বাংলাদেশে একটি অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সহিংসতা মুক্ত নির্বাচন দেখতে চায়। নির্বাচন গ্রহণযোগ্য না হলে এবং ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে বলে উল্লেখ করে আর্ল মিলার আশা প্রকাশ করেছেন যে, শান্তিপূর্ণভাবে সবাই সমান সুযোগ ভোগ করুক এমন একটা পরিবেশ নির্বাচন কমিশন নিশ্চিত করবে। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র মজবুত হোক যুক্তরাষ্ট্র এটাই চায়।
ওবায়দুল কাদের বলেন, যে কোন পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংযত ও সহনশীল থাকার নির্দেশ দেয়া হয়েছে।