বর্তমানে যুক্তরাষ্ট্র সরকারের কাজকর্ম আংশিক ভাবে বন্ধ রয়েছে। ওদিকে সরকার কতটা ঋণ নিতে পারবে সেটা যদি বাড়ানো না হয়, ১৭ তারিখের মধ্যে, তাহলে সরকারের ঋণ খেলাপি হবে। এসব বিষয় নিয়ে কথা বলেন অর্থনীতিবিদ ড: আহসান হাবিব আমাদের সঙ্গে এক সাক্ষাৎকারে।
ড: হাবিব, মিশিগান রাজ্যের এড্রিয়ান কলেজে প্রফেসার।
তার সাক্ষাৎকার নেন শাগুফতা নাসরিন কুইন।
ড: হাবিব, মিশিগান রাজ্যের এড্রিয়ান কলেজে প্রফেসার।
তার সাক্ষাৎকার নেন শাগুফতা নাসরিন কুইন।