অ্যাকসেসিবিলিটি লিংক

নাফটা চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও কানাডা


Canada's Foreign Affairs Minister Chrystia Freeland

যুক্তরাষ্ট্র ও কানাডার কর্মকর্তারা ওয়াশিংটনে বানিজ্য বিষয়ে আলাপ আলোচনা করছেন যাতে করে উত্তর আমেরিকা মুক্ত বানিজ্য চুক্তি বা ন্যাফটার বিকল্প তারা বের করতে পারেন।

এ সপ্তায় যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো দ্বিপাক্ষিক বানিজ্য চুক্তির ব্যাপারে সহমত পোষণ করার পর এই আলোচনা হচ্ছে । একই সঙ্গে কানাডার জন্য ত্রিপাক্ষিক বানিজ্য সম্পর্কে যুক্ত থাকারও সুযোগ রয়েছে যে সম্পর্ক কুড়ি বছর ধরে চলে আসছে।

গতকাল কানাডার পররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, যুক্তরাষ্ট্রে বানিজ্য প্রতিনিধি রবার্ট লাইটিজারের সঙ্গে বৈঠক করেছেন এবং বলছেন যে প্রাথমিক আলোচনা ছিল অত্যন্ত গঠনমূলক। তারা আজ আরও সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা করছেন।

Canadian Foreign Minister Chrystia Freeland
Canadian Foreign Minister Chrystia Freeland

ফ্রিল্যান্ড বলেছেন যুক্তরাষ্ট্র-মেক্সিকো চুক্তির কোন কোন দিক কানাডাকে ওয়াশিংটনের আলোচনা সম্পর্কে আশাবাদি করে তুলেছে।

তবে এটা এখনো স্পষ্ট নয় যে যুক্তরাষ্ট্র ও কানাডা যানবাহন এবং দুগ্ধজাত পণ্যের উপর কর শুল্ক আরোপের ব্যাপারে তাদের মধ্যকার দীর্ঘ দিনের বিবাদ নিস্পত্তিতে সমর্থ হবে কীনা। এই বিবাদ ন্যাফটা আলোচনায় মাসের পর মাস ধরে চলে আসছে।

ফ্রিল্যান্ডের মেক্সিকোর বানিজ্য কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার কথা যারা এখনো ওয়াশিংটনে অবস্থান করছেন।

XS
SM
MD
LG