অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ বৃদ্ধিতে ডা. ফাউচির নতুন সতর্ক বাণী


যুক্তরাষ্ট্রের ডার্কসেন সেনেট অফিস ভবনে সেনেটের স্বাস্থ্য, শিক্ষা, শ্রম এবং পেনশন কমিটির সামনে ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি এন্ড ইনফেকশাস ডিজিস-এর পরিচালক ডা. অ্যান্টনি ফাউচি কথা বলছেন। জুলাই ২০, ২০২১।
যুক্তরাষ্ট্রের ডার্কসেন সেনেট অফিস ভবনে সেনেটের স্বাস্থ্য, শিক্ষা, শ্রম এবং পেনশন কমিটির সামনে ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি এন্ড ইনফেকশাস ডিজিস-এর পরিচালক ডা. অ্যান্টনি ফাউচি কথা বলছেন। জুলাই ২০, ২০২১।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্টনি ফাউচি দেশ জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে সতর্কতার কথা বলেছেন। বিশেষ করে সেইসব এলাকার বাসিন্দাদের উদ্দেশে যেখানে ডেল্টা ধরণ দ্রুত ছড়িযে পড়ার পরও মানুষ টিকা নিতে চাইছেন না।

সিএনএন এর 'স্টেট অফ দ্যা ইউনিয়ন' শোতে ফাউচি বলেন, "আমরা ভুল দিকে যাচ্ছি। দেশের ৫০ শতাংশ মানুষ এখনও টিকা নেয়নি। যা একটি সমস্যা।"

প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ চিকিৎসা উপদেষ্টা ফাউচি বলেন, আমরাই আমাদেরকে বিপদে ফেলছি'।

গতকাল শনিবার যুক্তরাষ্ট্রে ৫১ হাজারের বেশি মানুষ নতুন করে সংক্রমিত হয়েছেন। যা গত দুই সপ্তাহের চেয়ে ১৭২ শতাংশ বেশি। এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিদিন ২৫০ জনের বেশি মারা যাচ্ছেন।

XS
SM
MD
LG