যুক্তরাষ্ট্রের সিনেটর জেফ ফ্লেক বলেছেন, তিনি রিপাবলিকানদের দেড় লাখ কোটি ডলার বিশাল ট্যাক্স বিলের পক্ষে ভোট দেবেন। এবং তার এই "হ্যাঁ" ভোটের পরিবর্তে, তিনি কাগজপত্র না থাকা প্রায় আট লাখ তরুন, যাদেরকে যুক্তরাষ্ট্রে শিশু অবস্থায় আনা হয়েছে, তাদের রক্ষা করবে এমন আইন পাসের অঙ্গীকার পেয়েছেন।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে ফ্লেক বলেন, তিনি সিনেট নেতৃত্ব এবং DACA এর সুবিধাগ্রহনকারীদের জন্য ন্যায্য ও স্থায়ী সুরক্ষার লক্ষ্যে আইনসঙ্গত সমাধান নিয়ে যারা তার সাথে কাজ করবে, সেই প্রশাসনের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছেন।