অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই রাশিয়ার অনধিকার চর্চার বিষয়ে জানতেন বারাক ওবামা


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন যে, তাঁর পূর্বসূরি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার অনধিকার চর্চার বিষয়ে জানার পরও কোন প্রতিক্রিয়া জানাননি, কারন তিনি ভেবে ছিলেন ডেমোক্র্যাট হিলারী ক্লিনটন জয়ী হবেন।

গত ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের তিন মাস আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- সিআইএ এই উপসংহারে পৌঁছেছিল যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নষ্ট এবং হিলারী ক্লিনটনকে পরাজিত বা অন্তত ক্ষতি করতে ও ডনাল্ড ট্রাম্পকে বিজয়ী করতে সাহায্য করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি সাইবার প্রচারনার নির্দেশ দিয়েছিলেন।

ডিসেম্বর মাসের শেষের দিকে এবং ট্রাম্প নির্বাচনে বিজয়ী হবার কয়েক সপ্তাহে পরে বারাক ওবামা প্রত্যক্ষ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তখন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ৩৫ জন রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করে এবং যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে রাশিয়ার দুটি স্থাপনা বন্ধ করে দেয়, যা মস্কো গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করেছে বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করতো।

XS
SM
MD
LG