অ্যাকসেসিবিলিটি লিংক

পররাষ্ট্রমন্ত্রী রেক্স টীলারসানকে বহিষ্কার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী রেক্স টীলারসানকে বহিষ্কার করেছেন এবং ঐ পদে সিআইএ ডিরেক্টর মাইক পোম্পিয়োকে বসিয়েছেন।

আজ মঙ্গলবার হোয়াইট হাউসের পদস্থ এক কর্তাব্যক্তি বলেছেন, টীলারসানের অপসারণ এই মুহুর্তে ঘটলো এ কারণে যে, ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে আসন্ন আলাপ-আলোচনার আগে নতুন টীমকে যথাস্থানে বসাতে চেয়েছেন।

ট্রাম্প টুইট বার্তায় বলেছেন, রেক্স টীলারসান ধন্যবাদ আপনাকে, আপনার কাজের জন্যে।

জীনা হসপেল এখন সিআইএ'র নতুন ডিরেক্টর হবেন। এই প্রথম এক নারীকে এ পদের জন্যে মনোনীত করা হলো। মোবারকবাদ।

হোয়াইট হাউস থেকে জারি করা বয়ানে ট্রাম্প বলেছেন, আর্মীর, ক্যাভ্যালরী বাহিনীর প্রাক্তন অফিসার পোম্পিয়ো, এই গুরুত্বপূর্ণ ক্রান্তিলগ্নে সবচেয়ে ভালো প্রার্থী পররাষ্ট্রমন্ত্রীর পদের জন্যে।

পররাষ্ট্র মন্ত্রীর পদের জন্যে তাঁকে বেছে নেওয়ায় পোম্পিয়ো প্রেসিডেন্টের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন।

XS
SM
MD
LG