অ্যাকসেসিবিলিটি লিংক

রিপাবলিকান স্বাস্থ্যসেবা বিল সমর্থন করেননি দলটির দুই সেনেটর


যুক্তরাষ্ট্রে, স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থা নিয়ে রিপাবলিকান দলীয়দের সর্ব সাম্প্রতিক উদ্যোগ-প্রয়াস পর্যুদস্ত হয়ে পড়লো এই সোমবারে। আরো দু’ই রিপাবলিকান দলীয় সেনেট বিধায়ক এ দিন বললেন, গেলো সপ্তাহে সেনেট সভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাকনেলের উত্থাপিত আইন প্রস্তাবটি সমর্থন তাঁরা করবেন না।

ক্যানসাস থেকে নির্বাচিত সেনেট বিধায়ক জেরী মোরান এবং ইউটার সেনেটর মাইক লী পৃথক পৃথক বক্তব্যে উল্লেখ করেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কার প্রণীত বর্তমানে চালু বিল খারিজ করার পক্ষে মোটেও যথেস্ট নয় এ আইন প্রস্তাব এবং ব্যয় বৃদ্ধি নিয়ন্ত্রনে তেমন কোনই ব্যবস্থা বিধৃত নেই এতে।

অন্যান্য রিপাবলিকান দলীয়রাও এ সংষ্কার প্রয়াসের বিরোধীতা করছেন এই বলে যে, এতে করে লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্য পরিচর্যা বীমা ছাঁটাই হয়ে যাবে, বিশেষ করে স্বল্প বিত্তের আমেরিকানদের জন্যে দেয়া স্বাস্থ্য পরিচর্যা সুবিধা মেডিকেইড ব্যবস্থা অনেকখানিই খর্ব হয়ে পড়তে পারে। ক’মাসের ভেতর মীচ ম্যাকোনেল এই নিয়ে দ্বিতীয়বার তাঁর স্বাস্থ্য পরিচর্যা বিল কেন্দ্রীক উদ্যোগে ব্যর্থ হলেন। এর আগে জুনেও একবার তিনি এর ওপর ভোটাভুটি স্থগিত করতে বাধ্য হয়েছিলেন।

XS
SM
MD
LG