যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসান এই প্রথম দক্ষিন এশিয়া সফরে যাচ্ছেন, এ সপ্তাহেই। সফরকালে তিনি পাকিস্তান যাবেন, যাবেন ভারতে। এ সফরের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক এবং দক্ষিন এশিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের নবতরো দৃষ্টিভঙ্গি স্পষ্টতরো হয়ে উঠবে বলে বিশ্লেষকেরা মনে করছেন। বিষয়টি নিয়ে, এ সফরের প্রেক্ষাপটে আমরা কথা বলি ‘দি টেলিগ্র্যাফ’ পত্রিকার নতুন দিল্লি ব্যুরো চীফ জয়ন্ত রায় চৌধুরীর সঙ্গে। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরুদ্দীন।