যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ এবং নিরোধ কেন্দ্র অর্থাত্ সিডিসি’র পরিচালিকা রোশেল ওয়ালেনেস্কি মঙ্গলবার বলেন যে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র এই মহামারি থেকে বেরিয়ে আসার পথে। তিনি বলেন যে সাম্প্রতিক সাত দিনে কভিড ১৯ এ সংক্রমণ ও মৃত্যুর গড় সংখ্যা, মহামারি শুরু হবার সময় থেকে এখন সব চেয়ে কম। হোয়াইট হাউজে কভিড ১৯ মোকাবিলা বিষয়ে অবহিত করতে গিয়ে ওয়ালেনেস্কি বলেন এই সর্বসাম্প্রতিক সংখ্যায় এ রকম আভাস পাওয়া যাচ্ছে যে, “আমাদের সকলেরই সতর্কতার সঙ্গে আশাবাদী হওয়া উচিত্ ।
কভিড -১৯ বিষয়ক হোয়াইট হাউজের শীর্ষ উপদেষ্টা অ্যান্ডি স্ল্যাভিট এই সুখবরের সঙ্গে যোগ দিয়ে আরও বলেন এই প্রথম যুক্তরাষ্ট্রের ৫০ টি অঙ্গরাজ্যের সব ক’টিতে এই মহামারিতে সংক্রমণ সংখ্যা বিগত সপ্তায় কমে গেছে। টীকা দানের গতি যদিও শ্লথ হয়ে উঠছে, ওয়ালেনেস্কি বলেন যুক্তরাষ্ট্রে প্রতিদিন এখনও ১৫ লক্ষ থেকে ২০ লক্ষ লোককে টীকা দেয়া হচ্ছে। তিনি বলেন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন এবং সিডিসি ১২ বছর এবং তার ঊর্ধের কিশোরদের ফাইজারের টীকা দেয়ার বিষয়টি অনুমোদন এবং সুপারিশ করেছে , ৬ লক্ষেরও বেশি কিশোর-কিশোরি টীকা নিয়েছে। একই অবহিতকরণ অনুষ্ঠানে হোয়াইট হাউজের শীর্ষ মেডিকেল উপদেষ্টা অ্যান্টনি ফাউচি কভিড -১৯ ‘এর টীকার কার্যকারিতা সম্পর্কে আমেরিকানদের আবার নিশ্চিত করেন।