অ্যাকসেসিবিলিটি লিংক

ঐক্যের বার্তা দিয়েছেন ট্রাম্প-নেতানিয়াহু


যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে বুধবারের বৈঠকে ঐক্যের বার্তা দিয়েছেন। এমনকি ডনাল্ড ট্রাম্প ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের দুই রাষ্ট্র সমাধানের বিকল্প পরামর্শ দিয়েছেন।

ঐ অঞ্চলে একটি দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে ইসরাইলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র তৈরি করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের সম্ভাব্য কূটনৈতিক প্রচেষ্টা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসতে পারে, এমন পরামর্শ দিয়েছেন ডনাল্ড ট্রাম্প।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ডনাল্ড ট্রাম্প বলেন, "আমি দুই-রাষ্ট্র এবং এক-রাষ্ট্রের দিকে তাকিয়ে আছি এবং আমি এমন একটা কিছু পছন্দ করি, যা উভয় পক্ষ পছন্দ করে।"

সংবাদ সম্মেলনে তিনি, হোয়াইট হাউস যখন মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে, তখন ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপন বৃদ্ধি খানিকটা বন্ধ রাখার জন্য নেতানিয়াহুর প্রতি আহবান জানান।

এক্ষেত্রে নেতানিয়াহু, দুই রাষ্ট্র সমাধানের বিষয়ে কোন প্রতিশ্রুতি দেননি।

XS
SM
MD
LG