যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার সকালে মন্ত্রিসভা বৈঠকের শুরুতে আশ্বাস দিয়েছেন, উত্তর কোরিয়া যে হুমকি দিচ্ছে, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
ট্রাম্প এক প্রতিবেদকের প্রশ্নের জবাবে বলেন, "আমরা উত্তর কোরিয়াকে সামলাবো, আমারা তাদের সামলাতে সক্ষম হতে যাচ্ছি, আমরা সবকিছুই সামলাবো।”
গত শনিবার উত্তর কোরিয়া যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় চালায়, তা যুক্তরাষ্ট্রের সর্বত্র পৌঁছাতে পারে বলে দাবি করা হয়। ঐ ক্ষেপণাস্ত্র পরীক্ষার একদিন পর প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমে চীনের তীব্র সমালোচনা করেন। চীন, উত্তর কোরিয়ার শক্তিশালী প্রতিবেশী এবং উল্লেখযোগ্য বন্ধু।
দুটি টু্ইট বার্তায় ডনাল্ড ট্রাম্প লেখেন, "আমি চীনের বিষয়ে খুবই হতাশ। তারা উত্তর কোরিয়ার সঙ্গে আমাদের জন্য কিছুই করছে না, শুধু কথা বলছে। আমরা এটা আর চলতে দিতে পারি না। চীন সহজেই এই সমস্যার সমাধান করতে পারে!"