অ্যাকসেসিবিলিটি লিংক

ভেনেজুয়েলার রাষ্ট্র পরিচালিত তেল কোম্পানীর ওপর বিধিনিষেধ আরোপ করছে যুক্তরাষ্ট্র


ট্রাম্প প্রশাসন বিধিনিষেধ আরোপ করছে ভেনেজুয়েলার রাষ্ট্র পরিচালিত তেল কোম্পানীর ওপর এই বলে যে, ভেনেজুয়েলার জনগণের সম্পদ রক্ষা করতে চাই আমরা।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বল্টন বলেছেন, অবদমনজনিত বিস্তর ভোগান্তি হয়েছে ভেনেজুয়েলার জনগণের, প্রেসিডেন্ট নিকোলাস মাদূরোর প্রশাসনের কারণে অর্থনৈতিক দুরাবস্থা হয়েছে তাঁদের অনেকের।

তিনি বলেন, এই যে ব্যবস্থা নেওয়া হলো, ভেনেজুয়েলার জনগণের সম্পদ তারা এখন আর লোপাট করতে পারবে না- এতে সেটাই নিশ্চিত হলো।

এ নিষেধাজ্ঞায়, ভেনেজুয়েলার রাষ্ট্র পরিচালিত কোম্পানী PDVSA-র যে সম্পদই রয়েছে যুক্তরাষ্ট্রে তাই জব্দ করা হলো। যুক্তরাষ্ট্রের কোন কোম্পানী বা ব্যক্তি বিশেষ ঐ কোম্পানীর সঙ্গে ব্যবসায়িক কোন লেনদেন করতে পারবে না।

যুক্তরাষ্ট্রে, PDVSA-র অঙ্গ প্রতিষ্ঠানের নাম Citco. এরাই ভেনেজুয়েলার তেল পরিশোধন করে Citco নামে তা বিক্রি করে। এ বিক্রি Citco-র নামের তেলের বহাল রইবে, তবে বিক্রিলব্ধ অর্থ জমা চলে যাবে জব্দ করা একাউন্টে।

মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কাছ থেকে ঐ Citco আত্মস্যাৎ করতে চাইছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রী স্টীভেন মানুচেন বলেছেন, মাদুরো এবং তাঁর দোসরেরা মিলে দীর্ঘদিন যাবত দূর্ণীতি করে ঐ রাষ্ট্র মালিকানাধীন তেল কোম্পানীর সম্পদ লোপাট করে চলেছে।

XS
SM
MD
LG