অ্যাকসেসিবিলিটি লিংক

শার্লটসভিলে বর্ণবাদী সহিংসতার জন্য দায়ীদের বিচার হবে: প্রেসিডেন্ট ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভার্জিনিয়ায় শার্লটসভিলে গত সপ্তাহান্তে সহিংস সমাবেশের জন্য শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী গোষ্ঠির নিন্দা করেছেন। তিনি বলেন, তাদের বর্ণবাদ হচ্ছে অশুভ।

ট্রাম্প বলেন, শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী নয়া-নাৎসি গোষ্ঠী, বর্ণবাদী Ku Klux Klan এবং অন্যান্য উগ্রবাদী গোষ্ঠী, যারা বিক্ষোভের আয়োজন করে ছিল, তারা "আমেরিকান হিসাবে আমরা প্রিয় যা কিছু ধারন করি, তার সবকিছুর প্রতি বিরূপ।"

তিনি প্রতিশ্রুতি দেন যে, শার্লটসভিলে যারা বর্ণবাদী সহিংসতার জন্য দায়ী, তাদের জবাদিহিতার অধীনে আনা হবে। তিনি বলেন, তাদের বিচার হবে।

ট্রাম্প বলেন, "শার্লটসভিলে যারা ঘৃণা এবং ধর্মান্ধতা দেখিয়েছে, তাদের আমেরিকাতে কোন স্থান নেই এবং আমি আগে অনেকবার বলেছি যে, আমাদের গায়ের রঙ কোন ব্যাপার নয়, আমরা সবাই একই আইন অনুযায়ী বসবাস করি। আমরা সবাই একই মহান পতাকাকে সম্মান জানাই। এবং আমরা সবাই একই মহান সৃষ্টিকর্তার সৃষ্টি। "

XS
SM
MD
LG