অ্যাকসেসিবিলিটি লিংক

নয়াদিল্লীতে শুরু হয়েছে সিলেক্ট ইউএসএ'র প্রথম রোড শো


ভারত মার্কিন অর্থনৈতিক সমঝোতা শুধু কথার কথা নয়। বিনিয়োগ কারী দের টানতে মেক ইন ইন্ডিয়া এবং সিলেক্ট ইউ এস এ পরস্পরের সঙ্গত করে চলবে.....এই দাবী ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রির্চাড ভার্মার। নয়াদিল্লীতে শুরু হয়েছে সিলেক্ট ইউ এস এ'র প্রথম রোড শো। ভারতীয়শিল্প পতিদের উতসাহিত করতেই এই পরিকল্পনা। রোড শো'র সাংবাদিক সম্মেলনে মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন তারা মেক ইন ইন্ডিয়া ভাবনাটিকে সমর্থন করেন শুধু তাই নয় ডিজিটাল ইন্ডিয়া এবং স্বচ্ছ ভারত অভিযানের পাশে থাকবে মার্কিন যুক্ত রাষ্ট্র। ভারতীয় শিল্পপতিদের বিনিয়োগে আহবাণ জানানো মানেই মেক ইন ইন্ডিয়াকে ছোট করা নয়। বরং পারস্পরিক সমঝোতার মাধ্যমে কাজ হবে....শিল্পে নবশক্তির সঞ্চার হবে বলেই তার আশা।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG