মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে জাতিগোষ্ঠী নিধনের নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস দুই-তৃতীয়াংশ কন্ঠভোটে একটি প্রস্তাব পাশ করেছে। এদিকে, জাতিসংঘ রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসাবে প্রায় তিন লাখ বাংলাদেশীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। ভয়েস অফ আমেরিকার Katherine Gypson ও Lisa Schlein এর প্রতিবেদন থেকে শোনাচ্ছেন আনিস আহমেদ এবং তাওহীদুল ইসলাম।