অ্যাকসেসিবিলিটি লিংক

পুতিনকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প


আবারো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি মঙ্গলবার টেলিফোনে পুতিনকে এ অভিনন্দন জানান। এসময় দুই নেতা শিগগিরি আলোচনার বিষয়ে একমত হন।

ওভাল অফিসে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠকের আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, "আমরা হয়তো খুব শিগগিরি আলোচনায় বসবো, যাতে আমরা অস্ত্র ও অস্ত্রের প্রতিযোগিতার বিষয়ে আলোচনা করতে পারি।"

হোয়াইট হাউস জানিয়েছে, টেলিফোনে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প কোরিয়ান উপদ্বীপকে পারমানবিক অস্ত্রমুক্ত করার ওপর জোর দেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক এবং "পারস্পরিক জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার এবং চ্যালেঞ্জ" সম্পর্কে সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়ে কথা হয়।

XS
SM
MD
LG