যুক্তরাষ্ট্র ও তালিবানদের মধ্যেকার আলোচনা বৈঠক সাময়িকভাবে বন্ধ থাকবার পর শনিবার থেকে আবারো শুরু হবে বলে জানানো হয়েছে I আংশিক বিলম্বিত হবার কারণ যে, অংশগ্রহণকারীরা তাদের স্ব স্ব নেতৃবর্গের সঙ্গে আলোচনার ফলাফল জানাতে কিছুটা সময় নিয়েছেন I বুধবার বিদ্রোহী তালিবানদের মুখপাত্র জানান, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র পরিচালিত বিদেশী সেনাদের পুরোপুরি প্রত্যাহারের ব্যাপারে দুদিন ধরে তারা বিতর্কে অংশ নেন I এছাড়াও তালিবানদের পক্ষ থেকে নিশ্চয়তা দেয়া হয় যে, ভবিষ্যতে সন্ত্রাসীদের অন্য কোনো দেশে হামলা পরিচালনার জন্য আফগানিস্তানের মাটিকে ব্যবহার করতে দেয়া হবে না I
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ও কাবুলে যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রদূত, আফগানিস্তানে জন্মগ্রহণকারী,ZALMAY KHALILZAD যুক্তরাষ্ট্র দলের নের্তৃত্ব দিচ্ছেন ; অন্যদিকে তালিবান বিদ্রোহী দলের নের্তৃত্ব দিচ্ছেন SHER MUHAMMAD ABBAS STANEKZAI I