অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের সঙ্গে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার মুখে যুক্তরাষ্ট্র, এখনো ধৈর্যশীল-জেন সাকি 


হোয়াইট হাউজ থেকে জানানো হয়, যে, যুক্তরাষ্ট্র, কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার মুখে, চীনের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে এখনো ধৈর্যশীল, তবে যুক্তরাষ্ট্র নুতন নীতির অন্বেষায় রয়েছে I

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি, জেন সাকি বলেন, বিগত বছরগুলিতে আমরা ঘরে ও বাইরে চীনের স্বৈরাচারী মনোভাব লক্ষ্য করেছি I বেইজিং আমাদের নিরাপত্তা, সমৃদ্ধি ও মূল্যবোধের জন্য সমূহ এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তাই যুক্তরাষ্ট্রের নুতন দিক নির্দেশনার প্রয়োজন I

অন্যদিকে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে , চীনের প্রেসিডেন্ট শি জিংপিং জলবায়ু পরিবর্তন ও বিশ্ব স্বাস্থ্য উন্নয়নে সকল দেশের সহযোগিতার আমন্ত্রণ জানিয়েছেন I প্রেসিডেন্ট শি বলেন, আন্তর্জাতিক সমাজের কাছে এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে, করোনা ভাইরাসকে আয়ত্বে আনাI এছাড়াও তিনি নুতন এক শীতল যুদ্ধের ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেন I

XS
SM
MD
LG