অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র সঙ্গে সম্পর্ক পুনর্স্থাপন করা হবে -জো বাইডেন 


প্রেসিডেন্ট বাইডেন, তাঁর দায়িত্ব গ্রহণের প্রথম দিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO'র সঙ্গে সম্পর্ক পুনর্স্থাপনের অঙ্গীকার ব্যক্ত করেন I প্রাক্তন প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প, গত মে মাসে WHO সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন, এই অভিযোগে যে, WHO করোনার ভয়াবহতা ঢাকতে চীনকে সহায়তা করেছে I

ড: ফাউচি বলেছেন, যুক্তরাষ্ট্র, এখন, WHO'র নেয়া উদ্যোগ,"কোভাক্স" জোটে সামিল হবে, যার মাধ্যমে বিশ্বের দরিদ্র দেশগুলিতে ভ্যাকসিন সরবরাহ করা হবে I WHO'র মহাপরিচালক ড: গেবরিসাস বলেছেন, "WHO, তথা বিশ্ব স্বাস্থ্যর জন্য এটা শুভ বার্তা , এটা এক শুভ দিন"I

XS
SM
MD
LG