যুক্তরাষ্ট্র স্বাস্থ্য কর্মকর্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, যে এসব প্রতিবাদ-বিক্ষোভের কারণে নুতন করে সংক্রমণ দেখা দিতে পারে I প্রতিবাদকারীদের অনেকেই মাস্ক পড়েছিলেন, আবার অনেকেই আবার মাস্ক ছাড়া বিক্ষোভে অংশ নেন I বিক্ষোভ চলাকালীন সময়ে সামাজিক দূরত্ব পালন তো দূরের কথা, অনেককে খুব কাছাকাছি আসতে দেখা যায় I
আটলান্টা'র মেয়র, কেইসা লান্স বটমস বলেন, ভাইরাস বেশির ভাগ সংখ্যালঘু লোকজনদের বেশি হারে সংক্রমিত করতে পারে I তিনি বলেন, যে কেউ বিক্ষোভে অংশ নিয়েছেন,তাদের রক্ত পরীক্ষা নিতে হবে I