শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর একজন কর্মকর্তা ভয়েস অব আমেরিকাকে জানান ইরান সমর্থিত হুথি মিলিশিয়াদের কবল থেকে আন্তর্জাতিক জলসীমা রক্ষার প্রয়াসে যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার জাহাজ USS COLE বর্তমানে ইয়েমেনের উপকূলে পাহারারত আছে I ডেস্ট্রয়ারটি শুক্রবার Bab al Mandab প্রণালীতে এসে পৌঁছায় I এই প্রণালী দিয়ে যাতায়তরত বিভিন্ন জাহাজকে রক্ষা করতে ডেস্ট্রয়ারটি বিশেষ দায়িত্বে নিয়োজিত হবে I
এছাড়া আরো দুটি উভচর জাহাজ USS Comstock এবং USS Makin Island বর্তমানে গালফ অব এডেন প্রণালীতে অবস্থান করছে I