অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ চীনা বিতর্কিত জলসীমা অতিক্রম করেছে


যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ডেস্ট্রয়ার USS DECATUR দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমা অতিক্রম করেছে I চীন সরকার শুক্রবার যাকে উষ্কানীমূলক এবং অবৈধ বলে বর্ণনা করে I যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দফতরের মুখপাত্র জানান, Destroyer USS DECATUR প্যারাসেল দ্বীপের জলসীমা দিয়ে সম্পূর্ণ আইনসম্মতভাবে এবং চীনের অবাঞ্চিত নৌসীমার দাবী চ্যালেঞ্জ করে ওই এলাকা অতিক্রম করে I

XS
SM
MD
LG