অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ক্ষতিগ্রস্ত ডেস্ট্রয়ার ইউএসএস ফিটজেরাল্ডে নাবিকদের মৃতদেহ পাওয়া গেছে


Vice Adm. Joseph Aucoin, commander of the U.S. 7th Fleet, speaks during a press conference, with the damaged USS Fitzgerald in the background at the U.S. Naval base in Yokosuka, southwest of Tokyo, June 18, 2017.
Vice Adm. Joseph Aucoin, commander of the U.S. 7th Fleet, speaks during a press conference, with the damaged USS Fitzgerald in the background at the U.S. Naval base in Yokosuka, southwest of Tokyo, June 18, 2017.

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ক্ষতিগ্রস্ত ডেস্ট্রয়ার ইউএসএস ফিটজেরাল্ডের একটি কম্পার্টমেন্টে নিখোঁজ সেনাদের মৃতদেহ পাওয়া যায়। সন্ধান ও উদ্ধার অভিযান বন্ধ করা হযেছে। শনিবার ভোরে জাপানের উপকূলে একটি বিশাল বাণিজ্য জাহাজের সঙ্গে ডেস্ট্রয়ারটির ধাক্কা লাগে এবং ডেস্ট্রয়ারটির ব্যাপক ক্ষতি হয়। ৭জন নাবিক নিখোঁজ ছিলেন।

আমেরিকার সপ্তম নৌবহরের কম্যান্ডার ভাইস অ্যাডমিরাল জোসেফ অকোয়ান রবিবার সাংবাদিকদের বলেন “সন্ধান ও উদ্ধার অভিযান শেষ হযেছে।” যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ সরাসরি না বললেও এই ইঙ্গিত দেয় যে কেউ জীবিত নেই। নিহতদের পরিবারদের বিষয়টি না জানানো পর্যন্ত ক’জনের দেহ পাওয়া গেছে তা জানাতে অকোয়ান অস্বীকার করেন। তিনি বলেন নৌযানটির ক্ষতিগ্রস্ত ডানদিকটা দিয়ে ঘুমাবার কমপার্টমেন্টে পানি ঢোকে।

কোন পরিস্থিতিতে জাহাজ দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

XS
SM
MD
LG