অ্যাকসেসিবিলিটি লিংক

ওয়াশিংটনে চীনের কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ পর্যায়ের কথাবার্তা


ওয়াশিংটনে চীনের কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ পর্যায়ে যে কথাবার্তা অব্যাহত রয়েছে, তাতে একেবারে সরাসরি কথাবার্তা চলবে বলে যুক্তরাষ্ট্রের তরফে প্রত্যয় ব্যক্ত করা হয়েছ।

মূল বিষয়াদির মধ্যে সাইবার নিরাপত্তা,সমুদ্র সংশ্লিষ্ট বিষয়াদিতে চীনের বিরোধিত দাবি দাওয়া এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দ্বিপাক্ষিক উদ্যোগ-প্রয়াস সংশ্লিষ্ট প্রশ্নাদি আলোচনায় উত্থাপিত হওয়ার সম্ভাবনা ব্যক্ত করা হয়েছে।

এ আলোচনা শুরু হয় গতকাল সোমবার, ব্যাপক-বিস্তৃত গুরুত্বপুর্ণ-কৌশলগত বিষয় কেন্দ্রীক বৈঠকের মধ্যে দিয়ে—যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের জনৈক উর্ধতন কর্তাব্যক্তি যাকে কিনা অকপট কথাবার্তা রুপে উল্লেখ করেছেন।

বলেন- কথা হয়েছে,অকপটে- যে যে ক্ষেত্রে আমাদের মতদ্বৈধতা রয়েছে তা নিয়ে স্পষ্ট করে আলোচনা হয়েছে—সম্পর্কের ক্ষেত্রে স্পর্শকাতরতা আছে এমোন বিষয়ে আলোচনা হয়েছে- মতামতের ফারাক কমিয়ে আনবার লক্ষ নিয়ে- বলেন ঐ কর্মকর্তা।

চীনের সরকারি বার্তা সংস্থা শিনহূয়া বলছে-দু’দেশের জন্যেই গুরুত্বপুর্ণ এমনি সব বিষয়ে, গভীর মত বিনিময় হয়েছে।

XS
SM
MD
LG