অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের ভ্যাকসিন কূটনীতি 


ভারতে সস্তায় ভ্যাকসিন উৎপাদন, মধ্য ও নিম্ন বিত্তের দেশগুলিতে বিপুল চাহিদা এবং দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বাড়াতে ভারত, এখন ভ্যাকসিন কূটনীতির আশ্রয় নিয়েছে I যেসব দেশ কভিড ১৯ মোকাবেলায় কর্মসূচি হাতে নিয়েছে, তাদের কাছে এই ভ্যাকসিন প্রাপ্তি হবে, আশীর্বাদ স্বরূপ I ভারত, বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন উৎপাদনকারী দেশ, যারা অ্যাস্ট্রা জেনেকার সঙ্গে যৌথভাবে ভারতে ভ্যাকসিন উৎপাদন করছে I

ভারত ইতিমধ্যেই নেপাল, বাংলাদেশ, ভুটান মলদ্বীভস, সেছেলেস, মৌরিশাশ ও মিয়ানমারে বিনা মূল্যে ভ্যাকসিন সরবরাহ করেছে I অ্যাস্ট্রা জেনেকার অংশীদারিত্বে ভারতে প্রস্তুত, এই ভ্যাকসিন, সহজেই সংরক্ষণ করা যায় এবং উন্নয়নমুখী দেশগুলিতে রয়েছে এর বিপুল চাহিদা I

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, ভারতের মহানুভবতা এবং ভ্যাকসিনের সরবরাহ পেয়ে মন্তব্য করেছেন, "বিপদে বন্ধুর পরিচয়"I

XS
SM
MD
LG