অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়ার ধর্মীয় নেতারা ভ্যাকসিন হারাম কিনা তা যাচাই করছেন


২০১৮ সালে ইন্দোনেশিয়ার উলেমা কাউন্সিল, ইসলামী আইনে কোনটা হালাল এবং গ্রহণযোগ্য,তাই নিয়ে সার্টিফিকেট বন্টন প্রথা শুরু করেনI সে সময় হাম ও রুবেলা রোগের জন্য ভ্যাকসিন ব্যবহারকে 'হারাম' বলে ঘোষণা করা হয়েছিলI ধর্মীয় নেতারা তখন পিতামাতাকে ছেলে-মেয়েদের ভ্যাকসিন না দিতে বাধ্য করেছিলেনI

বর্তমানে চীনে প্রস্তুতকৃত এবং ইন্দোনেশিয়ার জনগণের জন্য সরবরাহকৃত ভ্যাকসিনে শুয়োর থেকে আহরিত 'জেলাটিন' ব্যবহার করা হয়েছে কিনা, তা নিশ্চিত হতে ইন্দোনেশিয়ার একদল কূটনীতিক ও ধর্মীয় নেতারা বর্তমানে চীন সফরে রয়েছেনI

ইসলামী আইনে ওষুধে শুয়োরের চর্বি ব্যবহারকে হারাম বলে ধরা হয়I তবে শুয়োরের রক্ত বা হাড্ডি থেকে আহরিত 'জেলাটিন' ভ্যাকসিনের সংরক্ষণে অত্যন্ত কার্যকর বলে প্রমাণিত হয়েছেI ভ্যাকসিন দেবার আগে তা নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা অপরিহার্যI

XS
SM
MD
LG