মাদ্রাজ হাইকোর্ট আজ দেশে করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউ দ্রুত ছড়িয়ে পড়ার জন্য ভারতের নির্বাচন কমিশনকে এককভাবে দায়ী করেছে।
মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব ব্যানার্জির নেতৃত্বাধীন বেঞ্চ অত্যন্ত কঠোর ভাষায় বলেছে, "ভোটের আগে ও পরে প্রশাসনিক সমস্ত দায়িত্ব থাকে নির্বাচন কমিশনের অধীনে। অথচ আপনারা কোনও রকম করোনা সংক্রান্ত বিধিনিষেধ আরোপ না করে যথেচ্ছভাবে নির্বাচনী মিছিল, সমাবেশ ও জনসভা হতে দিয়েছেন।
তার ফলে সর্বত্র করোনা বিধি লঙ্ঘিত হয়েছে এবং এই মারাত্মক ভাইরাস সারাদেশে দ্রুত ছড়িয়ে পড়েছে। আপনাদের কর্মকর্তাদের এই অবিবেচক আচরণের ফলে আজ আমরা এই সাংঘাতিক অবস্থার মধ্যে পড়েছি। এ জন্য তাঁদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা যায়।"
মাদ্রাজ হাইকোর্ট বলেছে, "এখন কেবল সব রকম সাবধানতা অবলম্বন করে বেঁচে থাকাটাই আসল। বাকি সব কিছু গৌণ। অবিলম্বে জানান, করোনা সংক্রমণ থেকে বাঁচার জন্য আপনারা কী কী ব্যবস্থা নিয়েছেন। তা নয় তো আমরা ভোট গণনা বন্ধ করে দেবো।"
প্রসঙ্গত উল্লেখ করা যায়, এই পরিস্থিতিতে আট দফায় ভোট নেওয়ার বিপদ সম্পর্কে বার বার করে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। শাসকদল তৃণমূলের পক্ষ থেকে বহুবার কমিশনের কাছে চিঠি দেওয়া হয়েছে যে, এই অবস্থায় এত দফায় ভোট করা হলে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে অনেক বেশি। কিন্তু নির্বাচন কমিশন সেই আবেদনে কান দেয়নি দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা