অ্যাকসেসিবিলিটি লিংক

সমস্যা কবলিত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘর্ষে সৈনিক, বিদ্রোহী হতাহত


Venezuela's National Electoral Council President Tibisay Lucena speaks during a news conference in Caracas, Venezuela, Aug. 2, 2017.
Venezuela's National Electoral Council President Tibisay Lucena speaks during a news conference in Caracas, Venezuela, Aug. 2, 2017.

ভেনেজুয়েলায় এ সপ্তাহের বিতর্কিত নির্বাচনের ফলাফলে কারচুপি এবং অন্তত ১০ লক্ষ ভোট বাড়িয়ে বলা হয়েছে বলে যে রিপোর্ট, সে দেশের নির্বাচনী প্রধান তা প্রত্যাখ্যান করছেন। জাতীয় সংবিধান পুনরায় প্রণয়নের লক্ষ্যে সাংবিধানিক পরিষদ নির্বাচিত হয়।

বৃটিশ নির্বাচনী প্রযুক্তি কম্পানি, ভোটে কারচুপির যে দাবী করেছে, ভেনেজুয়েলার শীর্ষ নির্বচনী কর্মকর্তা টিবিসে লুসেনা রামিরেজ তা বাতিল করে দেন।

তিনি বলেন, “এপর্যন্ত আমরা ১৮১টি ভোটিং মেশিন গুনেছি। আমাদের সরকারি ওয়েব সাইট সাইবার আক্রমণের শিকার হচ্ছে। এতেই বোঝা যাচ্ছে আমাদের নির্বচনী সংগঠন এবং সাংবিধানিক জাতীয় পরিষদের নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা চলছে।”

সরকার বলেছে রবিবার ৮০ লক্ষের বেশি মানুষ ভোট দিয়েছে।

XS
SM
MD
LG