অ্যাকসেসিবিলিটি লিংক

জনগণের বিরুদ্ধে মাদুরো সরকারের সুসংবদ্ধ নির্যাতন


ভেনিজুয়েলার এক শীর্ষ কূটনীতিক জাতিসংঘকে জানিয়েছে যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকার জনগণের বিরুদ্ধে সুসংবদ্ধ ভাবে নির্যাতন, দেশের ভেতরে সন্ত্রাস এবং যে সহিংসতা চালিয়ে যাচ্ছেন তারই প্রেক্ষিতে তিনি চাকরী্তে ইস্তাফা দিচ্ছেন।

বৃহস্পতিবার রাতে, এসোসিয়েটেড সংবাদ মাধ্যমকে দেওয়া ভাষ্য ইসাইয়াস মেদিনা বলেছেন ভেনিজুয়েলা হচ্ছে ব্যর্থ একটি রাষ্ট্র সেখানে সরকার পলাতক এবং সেখানে চরম স্বৈরশাসন চলছে। মাদুরোর ক্ষমতায় থাকার কোন অধিকার নেই।

তবে জাতিসংঘে ভেনিজুয়েলার রাষ্ট্রদূত জানিয়েছেন যে মেদিনাকে দুর্নীতির দায়ে চাকরীচ্যুত করা হয়েছে।

XS
SM
MD
LG