অ্যাকসেসিবিলিটি লিংক

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের নাগরিকের মুক্তি


প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলায় বিচার ছাড়া দু বছর ধরে আটক, যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের নাগরিক, জোশ হোল্টের মুক্তির কথা ঘোষণা করেন I তিনি বলেন,উটাহ'র জনগণের জন্য এটা অত্যন্ত আনন্দের খবর I উটাহ রাজ্যের সেনেটর, Orrin Hatch গত দু বছর ধরে নানাবিধ কূনৈতিক প্রয়াস চালিয়ে তাঁর মুক্তিকে বাস্তবায়িত করেছেন I

২৬ বছর বয়সী, মি. হোল্ট অনলাইনে এক যুবতীর প্রেমে পড়ে ২০১৬ সালে ভেনেজুয়েলা চলে গিয়েছিলেন I পুলিশ তাঁর বাড়ীতে হানা দিয়ে Assault Rifle ও গ্রেনেড উদ্ধার করলে, তাঁকে গ্রেফতার করা হয় I মি. হোল্ট এসব অভিযোগ অস্বীকার করেছেন I

XS
SM
MD
LG