অ্যাকসেসিবিলিটি লিংক

ভেনেজুয়েলার সংকট ঘনীভূত হচ্ছে


Juan Guaido
Juan Guaido

ভেনেজুয়ালার বিরোধী নেতা হুয়ান গুয়াইডো সে দেশে কখন মানবিক সাহায্য দেয়া হবে, তা ঘোষণা করবেন। গুয়াইডো তার সমর্থকদের বলেন, বিরোধীরা ব্রাজিল, কলম্বিয়া এবং ক্যারিবীয় দ্বীপ থেকে মানবিক সাহায্য সংগ্রহ করতে শুরু করবে। তিনি সেনাবাহিনীর প্রতি আহবান জানান যাতে তারা ঐ সাহায্য দেশটিতে প্রবেশ করতে দেয়। যুক্তরাষ্ট্র বলেছে, গুয়াইডোর অনুরোধে তারা ভেনেজুয়েলায় সাহায্য সরবরাহ করবে। তবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঐ সাহায্য গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

XS
SM
MD
LG