ভেনেযুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হূয়ান গুয়াইদো – যিনি কিনা নিজেকে অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ষোষনা ক’রেছেন – এঁরা দু’জনই, আজ বুধবার, মে’দিবস উপলক্ষে পাল্টা পাল্টি সমাবেশ করা নিয়ে প্রতিদ্বন্দীতায় অবতীর্ণ হ’চ্ছেন – এবং এঁরা দু’জনই এই মুহুর্তে অর্থনীতির নিরিখে বিপর্যস্ত দেশটির নিয়ন্ত্রন কব্জায় রাখার উদ্যোগে ব্যাপৃত রয়েছেন । রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্র সমর্থীত গুয়াইদো, মাদুরোর শাসন অগ্রাহ্য ক’রে – পক্ষত্যাগ ক’রে তাঁর আহুত অপারেশন ফ্রিডম নামের স্বাধীনতা আন্দোলনে যোগ দেবার জন্যে সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানানোর পর সড়ক প্রতিবাদ বিক্ষোভ যে সহিংস রূপ ধারণ করে তার প্রেক্ষাপটেই এসব মে’ দিবস সমাবেশ-শোভাযাত্রা- প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হ’চ্ছে । গুয়াইদো এসব সভা সমাবেশে হাজির হন- পাশে, রিরোধি দলিয় নেতা লিওপোলদো লোপেযকে সঙ্গে নিয়ে । মাদুরো, এঁকে গৃহ অন্তরীন করেছিলেন । পরে , গুআইদো সমর্থক সেনা সদস্যেরা তাঁকে ছেড়ে দেয় ব’লে বলা হচ্ছে।
ইতিমধ্যে , হাজার হাজার বিক্ষোভকারী সড়কে সড়কে মিছিল করেছে – বিক্ষোভ প্রদর্শন ক’রছে- গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে—মাদুরো সমর্থক সেনারা প্রতিবাদী- বিক্ষোভকারিদের নিশনা করে জল কামান ছুঁড়ছে ।