অ্যাকসেসিবিলিটি লিংক

ভেনেযুয়েলা থেকে পালানো মানুষদের আশ্রয় দিতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ শরনার্থী সংস্থা


Andres Quintero, left, and Fermin Perez rest on top of Perez's car as they wait in line for over 20 hours to fill their tanks with gas in Cabimas, Venezuela, May 16, 2019.
Andres Quintero, left, and Fermin Perez rest on top of Perez's car as they wait in line for over 20 hours to fill their tanks with gas in Cabimas, Venezuela, May 16, 2019.

জাতিসংঘ শরনার্থী সংস্থা, ভেনেযুয়েলা থেকে প্রাণ হাতে নিয়ে পালাচ্ছেন যাঁরা সেই তাঁদেরকে আশ্রয় দেবার জন্যে সকল দেশের প্রতি আহ্বান জানাচ্ছে – বলছে, এঁদের বেশির ভাগেরই এখন আন্তর্জাতিক শরনার্থী সূরক্ষার প্রয়োজন।

আজ মঙ্গলবার জেনিভায়, নতুন এক অবহিতকরণ বক্তব্যের অবতারনায় জাতিসংঘ শরনার্থী সংস্থার মুখপাত্র লিয থ্রোসেল ভেনেযুয়েলার ক্রম অবনতিশীল রাজনৈতিক,অর্থনৈতিক,মানবাধিকার ও মানবিক পরিস্থিতির উল্লেখে বলেন - এগুলোই লোকজনকে ভেনেযুয়েলা ছেড়ে পালাতে বাধ্য ক’রছে। বলেন – প্রায় ৩৭ লক্ষের মতো মানুষ ভেনেযুয়েলা ছেড়ে পালিয়েছেন – এঁদের ভেতর চার লক্ষ ষাইট হাজারের মতো মানুষ, প্রধানত: প্রতিবেশি রাষ্ট্রগুলোতে আশ্রয় পেতে চাইছেন।

বলা হয় – এই মুহুর্তে এঁদেরকে জোর ক’রে দেশে ফেরত পাঠানো ঠিক হবেনা – তা, তাঁরা আইনগতভাবে যেভাবেই আশ্রয় লাভের জন্যে চেষ্টা করুন না কেন।

XS
SM
MD
LG