জাতিসংঘ শরনার্থী সংস্থা, ভেনেযুয়েলা থেকে প্রাণ হাতে নিয়ে পালাচ্ছেন যাঁরা সেই তাঁদেরকে আশ্রয় দেবার জন্যে সকল দেশের প্রতি আহ্বান জানাচ্ছে – বলছে, এঁদের বেশির ভাগেরই এখন আন্তর্জাতিক শরনার্থী সূরক্ষার প্রয়োজন।
আজ মঙ্গলবার জেনিভায়, নতুন এক অবহিতকরণ বক্তব্যের অবতারনায় জাতিসংঘ শরনার্থী সংস্থার মুখপাত্র লিয থ্রোসেল ভেনেযুয়েলার ক্রম অবনতিশীল রাজনৈতিক,অর্থনৈতিক,মানবাধিকার ও মানবিক পরিস্থিতির উল্লেখে বলেন - এগুলোই লোকজনকে ভেনেযুয়েলা ছেড়ে পালাতে বাধ্য ক’রছে। বলেন – প্রায় ৩৭ লক্ষের মতো মানুষ ভেনেযুয়েলা ছেড়ে পালিয়েছেন – এঁদের ভেতর চার লক্ষ ষাইট হাজারের মতো মানুষ, প্রধানত: প্রতিবেশি রাষ্ট্রগুলোতে আশ্রয় পেতে চাইছেন।
বলা হয় – এই মুহুর্তে এঁদেরকে জোর ক’রে দেশে ফেরত পাঠানো ঠিক হবেনা – তা, তাঁরা আইনগতভাবে যেভাবেই আশ্রয় লাভের জন্যে চেষ্টা করুন না কেন।