অ্যাকসেসিবিলিটি লিংক

ভেনেজুয়েলার নেতা পুনরায় নির্বাচনের দাবী নাকোচ করে দিয়েছেন


FILE PHOTO: Venezuelan President Nicolas Maduro gestures after receiving the presidential sash during the ceremonial swearing-in for his second presidential term, at the Supreme Court in Caracas, Venezuela Jan. 10, 2019. REUTERS
FILE PHOTO: Venezuelan President Nicolas Maduro gestures after receiving the presidential sash during the ceremonial swearing-in for his second presidential term, at the Supreme Court in Caracas, Venezuela Jan. 10, 2019. REUTERS

ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো পুনরায় নির্বাচনের আন্তর্জাতিক দাবী নাকোচ করে দিয়েছেন। বিরোধী নেতা নিজেকে অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করার পর থেকে সে দেশে রাজনৈতিক সংকট ঘনীভূত হয়েছে। ইওরোপের কয়েকটি দেশ ৮ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান অন্যথায় ৩৫ বছর বয়ষ্ক বিরোধী নেতাকে স্বীকৃতি দেবার কথা ঘোষণা করার যে সময়সীমা বেধে দিয়েছে, মাদুরো সিএনএন-কে দেয়া এক সাক্ষাতকারে তা নাকোচ করে দিয়েছেন।

XS
SM
MD
LG