অ্যাকসেসিবিলিটি লিংক

বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন


একুশে পদকপ্রাপ্ত এবং ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান শনিবার সকালে ঢাকায় নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। গতকিছু দিন ধরে অসুস্থ এই অভিনয় শিল্পিকে বুধবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করান হয়েছিল। অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে প্রেসিডেন্ট আব্দুুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

গুণী এই অভিনেতার মৃত্যুতে চলচ্চিত্র এবং টেলিভিশন সংশ্লিষ্ট অঙ্গনসহ বিরাট ভক্তকুল্যের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ১৯৬১ সাল থেকে তিনি চলচ্চিত্র অঙ্গনের সাথে যুক্ত হন। পরবর্তীকালে তিনি টেলিভিশনেও অভিনয় করেন। তিনি অভিনয়ের পাশাপাশি পরিচালক, কাহিনী ও চিত্রনাট্যকার হিসেবেও ছিলেন সমান পারদর্শী। দুই দফা নামাজে জানাযা শেষে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

XS
SM
MD
LG