প্রেসিডেন্ট বারাক ওবামা আজ শুক্রবার, রাজধানী ওয়াশিংটনের দক্ষিণ উপকণ্ঠে আর্লিংটন জাতীয় সমাধিতে দেশের প্রায় ২ কোটি ২০ লক্ষ প্রাক্তন সৈনিকের প্রতি শ্রদ্ধা জানাবেন।
প্রেসিডেন্ট ওবামা অজ্ঞাতপরিচয় সৈনিকের সমাধিতে পূর্ণ মর্যাদার সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করবেন। আজ সকালে তিনি হোয়াইট হাউসে প্রাক্তন সৈনিক ও তাদের পরিবারের জন্য প্রাতরাশের আয়োজন করেন। বার্ষিক এই আয়োজনে যোগ দিয়েছিলেন দ্বিতীয় মহাযুদ্ধের এক সৈনিক ১০৮ বছর বয়স্ক বিল মোর তিনি পেনসিলভানিয়া রাজ্যের বাসিন্দা।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি একটি নতুন প্রশাসন গঠন করার কাজে আজ ভেটারন্স ডে বা প্রাক্তন সৈনিক দিবসটি কাটাবেন। প্রতি বছর নভেম্বর মাসের ১১ তারিখ, প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে এই দিনটি পালিত হয়।