রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করার অভিযোগে ভিয়েতনামের এক ব্যবসায়ীকে সিঙ্গাপুরে গ্রেপ্তার করা হয়েছে।
ফ্যান ভ্যান আনভু’র এক আইনজীবী বলেছেন বৃহস্পতিবার ওই ব্যবসায়ীকে আটক করা হয় যখন তিনি সীমান্ত অতিক্রম করে মালায়েশিয়ায় ঢুকতে চেষ্টা করেন।
ওই আইনজীবী বলেন বিয়াল্লিশ বছর বয়স্ক ভু’র পরিবার খুব উদ্বিগ্ন যে ভুকে হয়ত ভিয়েতনামে পাঠিয়ে দেওয়া হবে। ভিয়েতনামে ভু মৃত্যুদন্ডের সম্মুখীন হবেন যদি তিনি দোষী সাব্যস্ত হন।