দক্ষিণ চীন সাগরে, চীনের মালিকানার দাবী, একটি আন্তর্জাতিক ট্রাইবিউনাল যে প্রত্যাখ্যান করেছে, তার প্রতি সমর্থন জানানোর জন্য, ভিয়েতনামের রাজধানীতে বহু বিক্ষোভকারী সমবেত হয় কিন্তু সমাবেশ শুরু হওয়ার আগেই পুলিশ তাদের সরিয়ে নেয়।
রবিবার প্রতিবাদকারীরা Hoan Kiem Lake এর পাশে মিলিত হয যখন পুলিশ তাদের উপর চড়াও হয়। হ্যানয়ের ওই স্থানটিতে সাধারণত বিক্ষোভ হয়ে থাকে।
তবে ভিয়েতনামে প্রতিবাদ দমনের একটা ইতিহাস আছে। কর্তৃপক্ষ আশংকা করে যে সমাবেশগুলো মতবিরোধে মদদ দেবে।
হেগ ভিত্তিক Permanent Court of Arbitration সম্প্রতি চীনের বিরুদ্ধে একটি মামলায় রুলিং দিয়েছে। চীন দক্ষিণ চীন সাগরে যে ৯০ শতাংশ এলাকা দাবী করে, সে বিষয়ে ফিলিপিন্স ওই মামলা দায়ের করে।