প্রেসিডেণ্ট ওবামার মঙ্গলবার রাতের ভাষণ নিয়ে নতুন দিল্লির জহরলাল নেহরূ ইউনিভার্সিটির স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টডিজের জেপি বিজয়লক্ষি বলেন বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থানের যৌক্তিকতা ইরাক যুদ্ধ চালিয়ে যাওযায় ক্ষুন্ন হয়েছে কিনা ভারতীযরা তা অনুধাবন করতে চেষ্টা করছে।
ভয়েস অফ অ্যামেরিকার কেইট ঊডসামকে বিজয়লক্ষি বলেন ভুল গোপন তথ্যের ভিত্তিতে সূচিত এ যুদ্ধ বিশ্বের এই অঞ্চলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে , ন্যায় যুদ্ধ হলে ভিন্ন কথা ছিলো ।
যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা এতে ক্ষুন্ন হয়েছে ।
জে পি বিজয়লক্ষি বলেন সবাই জানে পাকিস্তানের এরকম একটা অংশকে যে শক্তি যোগানো হচ্ছে , ভারত তাতে উদ্বিগ্ন ।