অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে 'আর নয় অন্যায়' কর্মসূচিতে বোমা,গুলি


পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনিতে বিজেপির 'আর নয় অন্যায়'কর্মসূচিতে বোমা,গুলি। বোমা, গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি দুজন। আজ সকাল থেকেই গণ্ডগোলের আভাস ছিল বলে অভিযোগ বিজেপি-র। গতকাল রাত থেকেই এলাকায় চাপা উত্তেজনা ছিল। সকালেই বিজেপি-র পতাকা খুলে নেওয়া হয়েছে বলে বিজেপির তরফে অভিযোগ জানানো হয়েছে। বিজেপি সরাসরি অভিযোগ করে তৃণমূলের স্থানীয় নেতা অসিত সিংয়ের বিরুদ্ধে। স্থানীয় বিজেপি নেতা লক্ষ্মণ গাড়ুই জানিয়েছেন, 'মিছিল শুরু হতেই শুরু হয় বোমা-গুলি বৃষ্টি। নির্বাচনের আগেই তৃণমূলের সন্ত্রাস শুরু হয়েছে'। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জিতেন্দ্রনাথ তেওয়ারি জানান, 'বিজেপি দলে এখন প্রচুর গুণ্ডা ও সমাজবিরোধীর প্রবেশ হয়েছে। তাঁরাই যদি ইচ্ছে করে গণ্ডগোল করেন, তার দায় তৃণমূলের নয়।' যদিও তিনি সম্পূর্ণভাবে ঘটনার তদন্তের দাবি তুলেছেন বলেও খবর।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00


XS
SM
MD
LG