অ্যাকসেসিবিলিটি লিংক

ভয়েস অফ এ্যামেরিকার ৭০তম বর্ষপুর্তি শুরু হলো ভয়েস অফ এ্যামেরিকা সদর কার্যালয়ে বুধবার ওয়াশিংটন ডিসি-তে


ভয়েস অফ এ্যামেরিকার ৭০তম বর্ষপূর্তির বত্সরব্যাপি উত্সব পালন শুরু হলো বুধবার ওয়াশিংটন ডিসিতে ভয়েসঅফ এ্যামেরিকার সদর কার্যালয়ে ।

ভয়েস অফ এ্যামেরিকার ৭০তম বর্ষপূর্তির বত্সরব্যাপী উত্সব-উদযাপনে যোগ দিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা ভয়েস অফ এ্যামেরিকাকে অভিনন্দন জানিয়ে – শুভেচ্ছা পাঠিয়ে ।

নির্ভুল বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্যে সাধুবাদ জানিয়ে তিনি বললেন – আজ যে যুক্তরাষ্ট্র বলিষ্ঠ অবস্থানে দাঁড়িয়ে – বিশ্ব আজকে যে অধিকতরো ন্যায়নুগ পথে চলছে , ভয়েস অফ এ্যামেরিকার উদ্যোগ প্রয়াসের অবদান রয়েছে তাতে ।

ভয়েস অফ এ্যামেরিকার এ ৭০ তম বর্ষপূর্তি উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন ।

বর্মার গনতন্ত্র পন্থী নেত্রি অন সান সূ চী বলেন – ভয়েস অফ এ্যামেরিকার এ বর্ষপুর্তি যেন কোনো বন্ধূর জন্মদিনের উত্সব । বলেন – বছরের পর বছর গৃহঅন্তরীন থাকাকালে ভয়েস অফ এ্যামেরিকা ও অন্যান্য বেতার সম্প্রচার ব্যবস্থাই ছিলো সঙ্গী বন্ধু তাঁর ।

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা বলেন – ভয়েস অফ এ্যামেরিকার তিব্বতী সার্ভীস নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে তিব্বতী জনগনের জন্যে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে চলেছে ।

ভয়েস অফ এ্যামেরিকার অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকে বিশ্বব্যাপি বেতার – টেলিভিশন - ইন্টারনেট ও মোবাইল মাধ্যমে প্রায় ১২ শ’র অঙ্গিভূত সম্প্রচার কেন্দ্রের অনুষ্ঠানে ।

XS
SM
MD
LG